সবাই মিলে একভাবে এক মনে ও একত্রে চলার দৃঢ় অভিব্যক্তি, প্রবণতা ও অবস্থাকে একতা বলে। ঐক্যবদ্ধভাবে এই চলার ফলে যে শক্তির সৃষ্টি হয়, তা-ই একতাই বল নামে অভিহিত। প্রত্যেক সমবায়ীকে বুঝতে হয় যে ঐক্যই তাদের শক্তি। তাই এটি বিনষ্ট হয় এমন কোনো কাজ থেকে সদস্যদের বিরত থাকা আবশ্যক। সে কারণে একতাই বল বা ‘ঐক্যই শক্তি’ সমবায়ের প্রধান মূলনীতি।
যেহেতু সমবায় সমিতি আইন, ২০০১ (২০০১ সনের ৪৭নং আইন) এর অধীন প্রণীত বিধির অধীন নিবন্ধন ও পরিচালনার জন্য এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশান-২০১৯ সমিতি লিমিটেড এর উপ- আইন প্রণয়ন করা সমীচীন এবং প্রয়োজনীয়ঃ-