About  image
সবারই স্বপ্ন থাকে একটি ছোট্ট সুন্দর বাড়ির। যেখানে পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দে বসবাস করতে পারে।কিন্তু সুন্দর বাড়ি নির্মান করতে বর্তমান সময়ে অনেক খরচ হয়। যা একজন স্বল্প আয়ের মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই সবাই চায় কিভাবে স্বল্প খরচে সুন্দর একটি বাড়ি নির্মান করা যায়। এরই ধারাবাহিকতায় দীর্ঘসময়ের বৃদ্ধি একটি বিস্তৃত পরিকল্পনা এবং ও  সাশ্রয়ী মূল্যের আবাসন নির্মাণ এবং সংরক্ষণ করার পরিকল্পনায় কিছুসংখ্যক লোকের  কল্যাণার্থে একটি সমিতি গঠন করা হইল। এই লক্ষে দুইটি মাইল ফলক নির্ধারণ ক. ভিসন-১ (২০৪০)  যার উদ্দেস্য সমস্ত সদস্যের   আবাসনের জন্য একটি পরিবার একটি ফ্লাট  ব্যাবস্থা করার নিমিত্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা । এবং  খ. ভিসন-২ (২০৩০)  যার উদ্দেস্য ভিসন-১ (২০৪০) পূরণের লক্ষে  বিভিন্ন ব্যবসা-বানিজ্য প্রতিস্থান প্রতিষ্ঠার মাধ্যমে   একটি গ্রুপ অফ কোম্পানী প্রতিষ্ঠা করা ( ইনশাআল্লাহ্‌ )। যার মধ্যে থাকবে ডায়াগনিস্টিক সেন্টার, এপার্টমেন্ট বিজনেস,সুপার সোপ, ডেইরী ফার্ম, যার সেলস ম্যান হবে সমিতির শতাধিক স্মার্ট / কর্মঠ / এডুকেটেড এক্সজিকুটিভ ।

Einstein said that,
imagination is more important than knowledge. Arden said creativity is more important than experience.
I BUILT MY SITE FOR FREE USING