ভিশন হল লক্ষ্য আর মিশন হল সেই লক্ষ্য অর্জনের জন্য পদক্ষেপ । আপনি নিজেকে কোথায় দেখতে চান- ভিশন তা বর্ণনা করে বা তার রূপরেখা ঠিক করে। এটা নির্ধারণ করে আপনি আজ থেকে কয়েক বছর পরে নিজেকে কোথায় বা কোন অবস্থানে দেখতে চান। কেবল বিস্তার ও কর্মপরিধির জন্য নয় বরং সদা উদ্ভাবনী মনোভাব এবং নিজেদের ভুলত্রুটিগুলো সংশোধন করে নেওয়ার বৈশিষ্ট্যের কারণেই আমরা স্বতন্ত্র।

____________________________________________________________________

আপনি সমবায় সমিতি কেন করবেন?

১) সমবায় সমিতি একটি সংবিধিবদ্ধ সংস্থা।

২) নিবন্ধন লাভ করার পর এর মাধ্যমে দেশে প্রচলিত উপআইনে উল্লেখিত যেকোন বৈধ ব্যবসা করা যাবে।

৩) বাংলাদেশ সংবিধানের (১৩ক ও গ) অনুযায়ী অন্য ব্যবসা বানিজ্য করার জন্য সরকারকে ৩৫-৩৮% ট্যাক্স প্রদান করতে হয়। সমবায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮% (১৫% কর + ৩% সিডিএফ) ট্যাক্স প্রদান করতে হয়। যা অন্য মালিকানা (রাষ্ট্রীয় ও ব্যক্তি) হতে ১০%-১৫% কম।

৪) নিবন্ধিত সমবায় প্রতিষ্ঠান তার দাবি আদায়ের লক্ষ্যে যেকোন মামলা পরিচালনা করতে পারবে, নিবন্ধকের অনুমতি সাপেক্ষে।

৫)নিবন্ধিত সমবায় প্রতিষ্ঠান তার নামে যেকোন তফসিলি বা সমবায় ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে লেনদেন পরিচালনা করতে পারবে।

৬) সমবায় সমিতি উৎপাদিত পন্য ব্র্যন্ডিং করার জন্য দেশের ১ কোটির অধিক সমবায়ী সদস্যকে তার ক্রেতা হিসেবে বিবেচনা করতে পারবে, যা অন্য ব্যবসায় ব্যয়সাধ্য।

৭) সমবায় প্রতিষ্ঠান বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় ও সমাদৃত।

____________________________

 আপনি আপনার লক্ষ্যে কীভাবে পৌঁছাতে পারবেন 'মিশন' তা বর্ণনা  করে।   

     Mission & Vision of Association


সবারই স্বপ্ন থাকে একটি ছোট্ট সুন্দর বাড়ির। যেখানে পরিবার পরিজন 

নিয়ে স্বাচ্ছন্দে বসবাস করতে পারে।


কিন্তু সুন্দর বাড়ি নির্মান করতে বর্তমান সময়ে অনেক খরচ হয়।


 যা একজন স্বল্প আয়ের মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। 


তাই সবাই চায় কিভাবে স্বল্প খরচে সুন্দর একটি বাড়ি নির্মান করা যায়। 


এরই ধারাবাহিকতায় দীর্ঘসময়ের বৃদ্ধি একটি বিস্তৃত পরিকল্পনা এবং ও 

 সাশ্রয়ী মূল্যের আবাসন নির্মাণ এবং সংরক্ষণ করার পরিকল্পনায় 

কিছুসংখ্যক লোকের  কল্যাণার্থে একটি সমিতি গঠন করা হইল।

 এই লক্ষে দুইটি  মাইল ফলক নির্ধারণ করা হল।  


ক.  ভিসন-১ (২০৪০)  যার উদ্দেস্য সমস্ত সদস্যের   আবাসনের 

জন্য একটি পরিবার একটি ফ্লাট  ব্যাবস্থা করার নিমিত্তে প্রয়োজনীয় 

পদক্ষেপ গ্রহন করা ।

এবং  

খ.  ভিসন-২ (২০৩০)  যার উদ্দেস্য ভিসন-১ (২০৪০) পূরণের লক্ষে 

 

বিভিন্ন ব্যবসা-বানিজ্য প্রতিস্থান প্রতিষ্ঠার মাধ্যমে   একটি গ্রুপ অফ 


কোম্পানী প্রতিষ্ঠা করা ।


(ইনশাআল্লাহ্‌ )।


যার মধ্যে থাকবে 

                 ১) ডায়াগনিস্টিক সেন্টার, ( demo project  )..................

             

123


                        ২) এপার্টমেন্ট .................................................................... 



                          ৩) বিজনেস,.................................................................



                            ৪) সুপার সোপ, ........................................................................




                           ৫) ডেইরী ফার্ম, ..............................................................



       ৬)  Super Pharmacy Plus ( A Concern of AE-2019 )...............



                ৭)  সর্ব পরি একটি Group of Company প্রতিষ্ঠা করা ।.....................................







যার সেলস ম্যান হবে সমিতির শতাধিক স্মার্ট / কর্মঠ / এডুকেটেড এক্সজিকুটিভ ।


Einstein said that imagination is more important than knowledge. Arden said creativity is more important than experience.     


তোমার  সুস্থ্যতার  অবস্থায়  তোমার  অসুস্থ্য  বা  অসুখ  অবস্থার  জন্য  কিছু সঞ্চয়  কর  এবং  জীবিত  অবস্থায়  তোমার  মৃত্যুর  জন্য  প্রস্তুতি  গ্রহন  কর


"  তবে যে কোন বিনিয়োগ  সমিতির  সদস্যদের  সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে   Management Committee বাস্তবায়ন করবেন । "

I BUILT MY SITE FOR FREE USING